Monthly Archives: November 2022

বাংলাদেশে চোরতন্ত্রের দৌরাত্ম্য এবং আত্মসমর্পিত জনগণ

ফিরোজ মাহবুব কামাল  চলছে চোরতন্ত্র দেশের শাসন-ক্ষমতা যখন জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকে এবং সরকার পরিচালিত হয় জনগণের স্বার্থে  ও সংবিধান অনুযায়ী–সেটিকেই বলা হয় গণতন্ত্র। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র কবরে। বাংলাদেশে শাসন ক্ষমতা তাদের হাতে -যারা ক্ষমতায় এসেছে ভোটচুরি করে। এবং দেশ পরিচালিত হচ্ছে চোরদের দ্বারা এবং চোরদের স্বার্থে। অতএব প্রতিষ্ঠা পেয়েছে নিরেট চোরতন্ত্র। চোরতন্ত্র […]