আমার পরিচিতি

জন্ম ও স্কুল-কলেজের শিক্ষা বাংলাদেশে; লাহোরের কিং এডওয়ার্ড মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস পাশ; মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা-চ্যাপেল হিল থেকে পাবলিক হেল্থে মাষ্টার ডিগ্রি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডার্মাটোলজিতে পোষ্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা; চিকিৎস্যক রূপে পাকিস্তান, ইরান, বাংলাদেশ ও বিলেতে পেশাদারিত্ব; সমাজ বিজ্ঞান ও ইসলামবিষয়ক গবেষক; ইন্টার ন্যাশনাল ইউনিয়ন অব সায়েন্টিফিক স্টাডি অব পপুলিশেন (আই.ইউ.এস.এস.পি)র ১৯৯৭ সালের চীনের বেইজিংয়ে এবং ১৯৯৮ সালে ব্রাজিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও গবেষণা পেপার পেশ। গবেষণা প্রবন্ধ গৃহিত হয় ১৯৯৯ সালে নিউয়র্কে পপুলেশন এ্যাসোসিয়শন অব আমেরিকার কনফারেন্সে পেশের জন্য। সমাজ, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, ধর্ম ও আন্তর্জাতিক বিষয়ে বাংলা ও ইংরেজী ভাষায় প্রবন্ধ, পুস্তক ও পত্রিকার কলাম লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *