বিবিধ ভাবনা (১১)
- Posted by ফিরোজ মাহবুব কামাল
- Posted on January 5, 2021
- Bangla Articles, সমাজ ও রাজনীতি
- No Comments.
ফিরোজ মাহবুব কামাল
১. কোন শিশু যখন পানিতে পড়ে তখন সবচেয়ে বড় নেক কর্ম হলো সে শিশুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়া। তখন হাত-পা গুটিয়ে বসে থাকাটি কবিরা গুনাহ। তেমনি যখন কেউ অনাহারে পড়ে তখন শ্রেষ্ঠ নেক কর্ম হলো তাকে খাদ্য দেয়া। এবং দেশ যখন অপরাধীদের দখলে যায়, তখন সবচেয়ে বড় নেক কর্ম হলো সে অপরাধীদের নির্মূলের জিহাদ। সভ্য ভাবে বাঁচার এ ছাড়া ভিন্ন পথ নাই। কিন্তু আজ মুসলিমগণ ইসলামের এ মৌল বিধান থেকে দূরে সরেছে, ফলে ঘিরে ধরেছে দুর্বৃত্ত শাসনের আযাব।সে আযাবের গ্রাসে এখন বাংলাদেশ। ২. ৩. ডাকাতেরা সবচেয়ে ভয়ানক ডাকাতকে সরদার বানায়। অপরাধীরাও তেমনি সবচেয়ে বড় অপরাধীকে নেতা বা নেত্রী বানায়। নইলে অপরাধ বাঁচে না। শেখ হাসিনার কদর আওয়ামী লীগে এ জন্যই অধিক। কারণ, বাংলাদেশে এমন অপরাধী নাই যে হাসিনার চেয়ে বেশী অপরাধী। বাংলাদেশের কোন চোর বা ডাকাতই ঘরে ঘরে ডাকাতি করেনি। কিন্তু সে ভয়ানক অপরাধটি করেছে হাসিনা। সে ডাকাতি করে ছিনিয়ে নিয়েছে অতি মূল্যবান ভোট। এবং ভোট তো অর্থের চেয়েও মূল্যবান। অর্থ দিয়ে প্রধানমন্ত্রীত্ব কেনা যায়। কিন্তু ভোট ডাকাতি করলে সে পদটি ছিনিয়ে নেয়া যায়। ৪. ৫. ৬. দুর্বৃত্তগণ ক্ষমতায় গেলে বড় ক্ষতিটা হয়, তারা বুঝতে ব্যর্থ হয়, দেশের সবচেয়ে বড় শত্রু তারাই। রাস্তাঘাট, ব্রিজ ও কলকারখানা গড়ে সভ্য দেশ গড়া যায় না। সভ্য দেশ গড়তে হলে সভ্য মানুষ গড়তে হয়। তাই সভ্য দেশে হিসাব হয়, দেশে কতজন সভ্য মানুষ তৈরী হলো -তা নিয়ে। কিন্তু দেশ দুর্বৃত্ত সরকারের অধীনে গেলে সেটি অসম্ভব হয়। দল বড় করতে ডাকাত সর্দার যেমন ডাকাত খোঁজে, দুর্বৃত্ত শাসকও তেমনি নিজের বাহিনী বড় করেত বেশী বেশী দুর্বৃ্ত্ত তৈরী করে। তাই বাংলাদেশে হাসিনার ক্ষমতায় থাকাতে দুর্বৃত্তির সুনামী প্রবলতর হচ্ছে। ৭. মানুষের সবচেয়ে বড় পঙ্গুত্বটি দেহের পতন নয়, সেটি চরিত্রের পতন। দেহের পতন জাহান্নামে নেয় না। মানুষ জাহান্নামে যায় চরিত্রের পতনের কারণে। তেমনি একটি জাতির সবচেয়ে বড় সমস্যাটি হলো তার দুর্নীতি -যা অসভ্যতা বাড়ায়। পরকালে এ প্রশ্ন উঠবে না দেশে কতগুলি রাস্তা বা ব্রিজ নির্মিত হলো, বরং প্রশ্ন উঠবে কতটা দূর্নীতি নির্মূল করা হলো এবং প্রতিষ্ঠা দেয়া হলো সুনীতিকে। ৮. মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে নেয়াই মহান আল্লাহতায়ালার সূন্নত। সে কাজে কোরআন তাঁর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ দান। মহান আল্লাহতায়ালার সে সূন্নত পাল করে ঈমানদার জ্ঞানীরা। ফলে তাঁরাই শ্রেষ্ঠ মানব। অপর দিকে শয়তানের কাজ হলো মানবকে আলো থেকে অন্ধকারে নেয়া। এভাবে জাহান্নামে নেয়। সে কাজটি করে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তরা। তারা্ই প্রতি সমাজে শয়তানের সৈনিক এবং সবচেয়ে নিকৃষ্ট মানব। ৯. ১০. |
১১.
শেখ হাসিনার দাবী, চুরিডাকাতি, ভোটডাকাতি, গুম, খুন, সন্ত্রাসের অবাধ অধিকার তাকে দিতে হবে। সেটি যেন তার পৈত্রিক অধিকার। অধিকার দিতে হবে যাকে ইচছা তাকে ফাঁসিতে চরানোর। অধিকার দিতে হবে পুলিশ, সেনাবাহিনী, বিচারক, মিডিয়া ও প্রশাসনের কর্মাচারিদের চাকর-বাকরে পরিণত করার। অধিকার দিতে হবে এসব চাকব-বাকর প্রতিপালেন যথেচ্ছা অর্থ খরচের। অথচ জনগণের অধিকার নাই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামার। ঈমানদারদের অধিকার নাই শরিয়তের পূর্ণ পালন নিয়ে বাঁচার। মুজিবাদের ন্যায় এ অসভ্যতাটাই হলো হাসিনাবাদ। ০৫/০১/২০২১।
ANNOUNCEMENT
ওয়েব সাইটটি এখন আপডেট করা হচ্ছে। আগের লেখাগুলো নতুন ওয়েব সাইটে পুরাপুরি আনতে কয়েকদিন সময় নিবে। ধন্যবাদ।
LATEST ARTICLES
- রাষ্ট্রীয় সন্ত্রাস, গণহত্যা ও আগ্রাসন যেখানে গণতন্ত্র
- আধিপত্য বিস্তারে আগ্রাসী মার্কিন প্রজেক্ট
- বিবিধ ভাবনা (১৪)
- বিভক্ত মুসলিম এবং অর্জিত আযাব
- মুসলিমদের সবচেয়ে বড় ব্যর্থতাটি প্রসঙ্গে
বাংলা বিভাগ
ENGLISH ARTICLES
MOST READ ARTICLES
- বিবিধ প্রসঙ্গ-৫
- Political, religious & demographic dynamics in South Asia & threatened co-existence of people with pluralities
- My COVID Experience
- The Hindutva Fascists & the Road towards Disintegration of India
- দিল্লিতে সরকারি উদ্যোগে মুসলিম গণহত্যা