আমার পরিচিতি

জন্ম ও স্কুল-কলেজের শিক্ষা বাংলাদেশে; বর্তমানে সপরিবারে লন্ডনে বসবাস।

লাহোরের কিং এডওয়ার্ড মেডিকেল কলেজু থেকে এম.বি.বি.এস পাশ; মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা-চ্যাপেল হিল থেকে পাবলিক হেল্থে মাষ্টার ডিগ্রি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডার্মাটোলজিতে পোষ্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা; চিকিৎস্যক রূপে পাকিস্তান, ইরান, বাংলাদেশ ও বিলেতে পেশাদারিত্ব;

বর্তমানে কনসালটেন্ট ফিজিশিয়ান রূপে বিলেতের সরকারি হাসপাতালে কর্মরত।

সমাজ বিজ্ঞান ও ইসলামবিষয়ক গবেষক; ২০২০ সালে প্যারিস বিশ্ববিদ্যালয় ও নরমান্ডি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্টিত আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ পাঠ।  ইন্টার ন্যাশনাল ইউনিয়ন অব সায়েন্টিফিক স্টাডি অব পপুলিশেন (আই.ইউ.এস.এস.পি)র ১৯৯৭ সালের চীনের বেইজিংয়ে এবং ১৯৯৮ সালে ব্রাজিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও গবেষণা পেপার পেশ। গবেষণা প্রবন্ধ গৃহিত হয় ১৯৯৯ সালে নিউয়র্কে পপুলেশন এ্যাসোসিয়শন অব আমেরিকার কনফারেন্সে পেশের জন্য।

সমাজ, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, ধর্ম ও আন্তর্জাতিক বিষয়ে বাংলা ও ইংরেজী ভাষায় প্রবন্ধ, পুস্তক ও পত্রিকার কলাম লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *